চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রমিক নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী, আমাকে বলুন, সমাধান করে দেবো

প্রকাশ: ৮ মে, ২০২২ ৫:১৪ : অপরাহ্ণ

শ্রমিক নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমস্যা নিয়ে বিদেশিদের কাছে নালিশ না করে আমার কাছে আসুন। আমাকে বলুন, আমি সমস্যার সমাধান করে দেব।’

‘মহান মে দিবস ২০২২’ উপলক্ষে আজ রোববার (৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘মালিকদের কাছ থেকে যদি কিছু আদায় করতে হয়, তাহলে আমাকে বলুন। আমি তা আদায় করে দেব।’

তিনি বলেন, ‘আমরা শ্রমিকদের জন্য অনেক কাজ করেছি। তবুও কিছু শ্রমিক নেতা বিদেশিদের কাছে নালিশ করেন। সাদা চামড়ার মানুষ দেখলেই তাদের কাছে অভিযোগ করে বসেন।’

সরকার প্রধানের প্রশ্ন, এ মানসিক দৈন্যতা কেন? এর সঙ্গে কী অন্য স্বার্থ জড়িত?
তিনি বলেন, ‘দেশে কোনও সমস্যা হলে আওয়ামী লীগ সরকার তথা আমি যতক্ষণ ক্ষমতায় আছি, যেকোনো সমস্যা আমরা সমাধান করতে পারব।’

শেখ হাসিনা বিশ্বাস করেন, দেশের মালিক ও শ্রমিকরা বসে সমস্যা সমাধান করবেন।

তিনি বলেন, ‘আমরা দেশের বা নিজের সমস্যার জন্য বিদেশিদের কাছে কান্নাকাটি করব না। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে।’

Print Friendly and PDF