চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার সাইবেরিয়ায় দাবানলে নিহত ১০, জরুরি অবস্থা জারি

প্রকাশ: ৮ মে, ২০২২ ৩:৫৩ : অপরাহ্ণ

রাশিয়ার দক্ষিণ সাইবেরিয়ায় দাবানলে ১০ জন নিহত হয়েছেন। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ‘ক্র্যাস-নোয়ারস্ক’ অঞ্চলের ১২ জেলায় ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ২০০-এর বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে, শিশুদের খেলার মাঠ ও কারখানা।

রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে, ফায়ার সার্ভিস কর্মীদের।

আঞ্চলিক গভর্নর জানান, দুর্গত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। খোলা হয়েছে, আশ্রয়কেন্দ্র। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে বেশকিছু স’ মিল ও শিশুদের খেলার মাঠ রয়েছে।

কয়েক বছর ধরেই সাইবেরিয়ায় এমন আগুনের ঘটনা ঘটছে। গত বছরের আগুনে এক কোটি ৬০ লাখ টন কার্বন নিঃসরণ হয় বলে ইউরোপীয় ক্লাইমেট রিপোর্টে বলা হয়।

Print Friendly and PDF