প্রকাশ: ৭ মে, ২০২২ ১০:৫৩ : পূর্বাহ্ণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি দেশে আবারও অরাজকতা পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।
শুক্রবার (৬ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে তারা আবারো বাসে আগুন দিবে, পুড়িয়ে মানুষ মারবে। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী শক্তির এই অপতৎপরতা রুখতে হবে এবং দেশের জনগণের পাশে থাকতে হবে।