চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পানির নিচে তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট

প্রকাশ: ৬ মে, ২০২২ ৪:৪৫ : অপরাহ্ণ

কুমিল্লা-সিলেট মহাসড়কে চার লেনের কাজের কারণে রাস্তার পাশের খাল ভরাট হয়ে গেছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে বিসিক শিল্পনগরীতে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০টি শিল্পকারখানায় পানি ঢুকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পকারখানার মালিক শ্রমিকরা।

পানির নিচে তলিয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকার বিসিক শিল্পনগরী এলাকার রাস্তাঘাট।

কারখানা মালিকরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সড়ক চার লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় ৩ বছর আগে। সড়ক সম্প্রসারণের জন্য সম্প্রতি শিল্পনগরীর পাশের খালটি বালি ফেলে ভরাট করা হয়। এতে শিল্পনগরীর বর্জ্য শোধনাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরই মাঝে বৃষ্টির পানিযোগ হওয়ায় শিল্পনগরীতে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা। এতে চরম বিপাকে পড়েছে কারখানাগুলো।
 
দ্রুত জলাবদ্ধতা নিরসন করা না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন বিসিক সহকারী ব্যবস্থাপক মো. রোকন উদ্দিন ভূইয়া।
 
তবে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক বলেন, বিসিক শিল্পনগরীর নিজস্ব কোনো শোধনাগার না থাকায় এত দিন ওই খালেই বিষাক্ত বর্জ্য ফেলত।
 
ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুর শিল্পনগরীতে ছোট ও মাঝারি আকারের ৬৮টি শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে ৩০টিতে পানি প্রবেশ করেছে।

Print Friendly and PDF