প্রকাশ: ৪ মে, ২০২২ ১২:১৫ : অপরাহ্ণ
চট্টগ্রামের ফৌজদারহাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে লিফটে আটকে পড়েছেন নারী ও শিশুসহ ১১ জন। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চকবাজার এলাকার প্যারেড মাঠের পাশে মেঘনা টাওয়ারে এ ঘটনা ঘটে।
পরে লিফটে আটকেপড়া এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পুলিশের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।
চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলেন ফৌজদারহাট এলাকা থেকে। এ সময় তারা লিফটে আটকে যান। আটকে পড়াদের মধ্যে ৮-১৫ বছর বয়সী সাতজন। বাকিদের বয়স ২২-৫৭ বছর। এরমধ্যে নারী ছিলেন চারজন। তারা লিফটে ওপরে উঠছিলেন। ৩-৪ ফুট ওপরে ওঠার পর লিফট আটকে যায়। এ সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। লিফটে ১০-১৫ মিনিট আটকে ছিলেন তারা। এতে ভয় পেয়ে শিশুরা কান্নাকাটি করছিল। তবে কারও কোনো ক্ষতি হয়নি।
কোনো যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে যেতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।