প্রকাশ: ১ মে, ২০২২ ১১:১৯ : পূর্বাহ্ণ
পোশাক কারখানা ছুটি হওয়ায় গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে পৌল সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পোশাক কারখানা ছুটি হওয়ায় পোশাক শ্রমিকরা ফিরছেন বাড়িতে। কেউ বাড়ি ফিরছেন ট্রাকে আবার কেউ বা ফিরছেন ফিটনেসবিহীন গাড়িতে। মূলত ট্রাকের আধিক্যের কারণেই মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এছাড়া মাঝে মাঝেই রাস্তায় বিকল হয়ে যাচ্ছে ফিটনেসবিহীন গাড়ি।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মো.কায়সার জানান, সবাই যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।