প্রকাশ: ১ মে, ২০২২ ৫:০৪ : অপরাহ্ণ
গেল ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল ৭৩ লাখ মানুষ ঢাকা থেকে বাইরে গেছে। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসেবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ রোববার (১ মে) দুপুরে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লিখেছেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।
তিনি জানান, ২৯ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ জন, ৩০ এপ্রিল ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ জন।
উল্লেখ্য, আজ রোববার (১ মে) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে চাঁদ দেখা গেলে সোমবার (২ মে) ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে মঙ্গলবার (৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর ।