চট্টগ্রাম, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন

প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২২ ১:৪২ : পূর্বাহ্ণ

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার  দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা হবে। এরপর  সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বিকেলে দাফনের জন্য মরদেহ নেয়া হবে সিলেটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

Print Friendly and PDF