চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার সড়ক-মহাসড়ক অনেক ভালো আছে: ওবায়দুল কাদের

প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২২ ৪:৪৭ : অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত যেকোনো সময়ের তুলনায় এবার দেশের সড়ক-মহাসড়ক অনেক ভালো আছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান সেতুমন্ত্রী।

মন্ত্রী এ সময় ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও যাত্রীরা যেন যাত্রাপথে কোনো ভোগান্তির শিকার না হয় সেদিকে কঠোর নজর দেয়ার জন্য বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেন।

এ সময় তিনি বিএনপি মহাসচিবের সরকার পতন আন্দোলনের ঘোষণার বিষয়ে বলেন, আন্দোলন করবে করবে বলে ১৩ বছর তো হয়ে গেল, বিএনপির আন্দোলন কোন বছর হবে?

Print Friendly and PDF