চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২২ ১০:২৩ : পূর্বাহ্ণ

ডিজিটাইজেশনে বেসরকারি খাত পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেছেন, গত ১৩ বছরে ডিজিটাইজেশনে সরকারি পর্যায়ে অভাবনীয় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে শিল্প-বাণিজ্যসহ বেসরকারি খাত আশানুরূপ অগ্রগতিতে পিছিয়ে আছে। সারা পৃথিবী ডিজিটাল কারেন্সির যুগে পা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ব্লক চেইন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন ভাবার সময় এসেছে। ডিজিটাল এসব যন্ত্র ব্যবহার না করলে আমরা পিছিয়ে যাবো।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকায় ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্ট অব বাংলাদেশের (আইক্যাব) উদ্যোগে ‘ডিজিটাল বিজনেস প্রসেস আন্ডার ইআরপি উইল হেল্প ইন কস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে বিশ্বের অনুকরণীয় দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতিকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে কম্পিউটারের ট্যাক্স-ভ্যাট প্রত্যাহারে ভূমিকা গ্রহণসহ প্রযুক্তি বিকাশে আমরা যেসব কাজ করেছি তা সমন্বিত উদ্যোগ ছাড়া সম্ভব হতো না। বর্তমান যুগ তথ্যের যুগ। বড় সম্পদ হচ্ছে ডাটা। এটিকে ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয়।

আইক্যাব কর্মকর্তা প্রযুক্তিবিদ আতিক এ রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আইক্যাব কর্মকর্তা শাহাদাত হোসেন, আইসিটিআইএসসি’র সিইও বিরেন্দ্র নাথ অধিকারি প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইক্যাব কর্মকর্তা শেখ তারেক জহির।

Print Friendly and PDF