প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ
এই ঈদে যাত্রীদের কাছ থেকে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া লুটে নেবে মালিক ও চাঁদাবাজরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা বলেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক বলেন, ঈদে গণপরিবহন সংকট কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু মালিক ও পরিবহন চাঁদাবাজের নেতৃত্বে ভাড়া নৈরাজ্যের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের কাজে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও সহযোগিতা করে থাকেন। ঈদের ভাড়া নৈরাজ্য বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।