চট্টগ্রাম, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ , ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ঈদে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া নেয়ার শঙ্কা যাত্রী কল্যাণ সমিতির

প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ

এই ঈদে যাত্রীদের কাছ থেকে ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া লুটে নেবে মালিক ও চাঁদাবাজরা, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা বলেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক বলেন, ঈদে গণপরিবহন সংকট কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু মালিক ও পরিবহন চাঁদাবাজের নেতৃত্বে ভাড়া নৈরাজ্যের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের কাজে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও সহযোগিতা করে থাকেন। ঈদের ভাড়া নৈরাজ্য বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

 

Print Friendly and PDF