চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ট্রেন ছাড়তে বিলম্ব

প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২২ ১০:৩৫ : পূর্বাহ্ণ

রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিন আজ। দ্বিতীয় দিনে বেড়েছে যাত্রীদের চাপ। নিজ নিজ গন্তব্যে যেতে স্টেশন ছাড়তে দেরি করছে প্রতিটি ট্রেনই।

ঈদযাত্রার প্রথম দিন গতকাল বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু ট্রেনের মাধ্যমে ঈদযাত্রার দ্বিতীয় দিন শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্ব হওয়ায় পরের ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে ঈদযাত্রা শুরু হয়। গতকালের মতো আজও ভোর থেকেই যাত্রী সাধারণের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো স্টেশন এলাকা।

নীল সাগর এক্সপ্রেস ২ ঘণ্টা ৫ মিনিট দেরিতে ছাড়ে। এছাড়াও রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশনে না পৌঁছানোর কারণে মহনগঞ্জ এক্সপ্রেসে নিয়ে যাওয়া হয় রংপুরগামী যাত্রীদের। মূলত আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেন দুর্ঘটনার করনেই অন্যান্য ট্রেন গুলো সময়মত নিজ গন্তব্যে রওনা দিতে পারছেনা।

আজ মোট ৩৭টি ট্রেনের কমলাপুর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রোববার (২৪ এপ্রিল) থেকে ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হয়, ২৫ এপ্রিল দেওয়া হয় ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের টিকিট আর ২৭ এপ্রিল দেওয়া হয় ১ মে’র টিকিট।

 

Print Friendly and PDF