চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশনা

প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২২ ৪:১২ : অপরাহ্ণ

দেশের সব ইউনিয়ন পরিষদে (ইউপি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়।

এতে ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক এবং বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের আলোকে এ নির্দেশনা দেয়া হয়।

Print Friendly and PDF