চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে রেস্টুরেন্টের ওয়াশরুমেই তৈরি হচ্ছিল সমুচা

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২২ ১২:১৪ : অপরাহ্ণ

সমুচা ও স্ন্যাকস তৈরি হচ্ছিল টয়লেটে। ৩০ বছর ধরে এমনটাই করে আসছিল সৌদি আরবের এক রেস্টুরেন্ট।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনা জানামাত্রই সৌদি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে রেস্টুরেন্টটি।

ভারতীয় উপমহাদেশের অন্যতম পুরোনো পত্রিকা সিয়াসত ডেইলি সোমবার এ খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি গোপন তথ্যের ভিত্তিতে- জেদ্দা পৌরসভার কর্মকর্তারা আবাসিক ভবনে অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালান। যেটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় খাবারের ব্যবসা করে আসছে।

আরবি সংবাদমাধ্যম দৈনিক ওকাজ জানায়, ওয়াশরুমেই সমুচা, মিষ্টিসহ অন্যান্য খাবার তৈরি করা হচ্ছিল। অভিযানে পৌর কর্তৃপক্ষ আরও দেখতে পান, মজুদ করে রাখা মাংস, মুরগি ও পনিরের কিছু কিছুর মেয়াদ শেষ হয়ে গেছে দুই বছরেরও বেশি সময় আগে। এমনকি রান্নার স্থানে তেলাপোকা, ইঁদুরসহ বিভিন্ন পোকামাকড়ও দেখা গেছে।

তবে ওই রেস্টুরেন্টের নাম কিংবা কোনো ছবি, ভিডিও প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেদ্দার একটি বিখ্যাত রেস্টুরেন্টের শর্মা স্কিউয়ারের ওপর বসে ইঁদুরের মাংস খাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই রেস্তরাঁটি তখনই বন্ধ করে দিয়েছিল জেদ্দা কর্তৃপক্ষ।

Print Friendly and PDF