চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে ১ লাখ ২ হাজার ইয়াবাসহ সাত পাচারকারী আটক

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২২ ১১:৫২ : পূর্বাহ্ণ

সেন্ট মার্টিনে কোস্টগার্ডের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১ লাখ ২ হাজার ইয়াবাসহ সাত পাচারকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।

লাবিব উসামা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ভোরে সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান আলমের নেতৃত্বে পূর্ব দিকের সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি মাছ ধরা নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড নৌকাটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকাটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড টহল দল ধাওয়া করে থামাতে সক্ষম হয়। পরে নৌকা তল্লাশি করে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ ২ হাজার ইয়াবা বড়িসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়।

লাবিব উসামা আরও বলেন, জব্দ করা ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly and PDF