চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওমরাহ পালনে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২২ ১:৫২ : অপরাহ্ণ

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১টা বেজে ১০মিনিটে সৌদি আরব যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওমরাহ পালন শেষে তিনি আগামী পয়লা মে সকালে দেশে ফিরবেন।

সফরে যাওয়ার আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের জন্য দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রীর ওমরাহ পালন উপলক্ষে জারি করা এক আদেশে জানিয়েছে, সরকারি কোনও আর্থিক সংশ্লিষ্টতায় নয়, নিজ খরচে ওমরা পালন করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Print Friendly and PDF