প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ
রাজধানীর কমলাপুরে আজ সোমবার (২৫ এপ্রিল) তৃতীয় দিনের মতো ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ২৯ এপ্রিলের টিকিট।
সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গেই কাউন্টার খোলা হয়। ওই সময় করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শত শত টিকিটপ্রত্যাশী।আগের দুই দিনের মতোই স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায়। ওই দিন দেয়া হয় ২৭ এপ্রিলের টিকিট। রোববার টিকিট দেয়া হয় ২৮ এপ্রিলের।
যাত্রীর চাপ কমানোর লক্ষ্যে ঢাকা শহরের ৫টি কেন্দ্রে টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হলো- কমলাপুর, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন)।
‘টিকিট যার ভ্রমণ তার’ নিশ্চিত করতে যাত্রীদের এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট কিনতে হচ্ছে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারছেন।