চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

দুই দিনের সফরে আগামী ২৮ এপ্রিল ঢাকা আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র নিয়ে তিনি ঢাকায় আসছেন বলে সূত্রে জানা গেছে।

দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ভারতের দুই শীর্ষ কর্তাব্যক্তির ঢাকা সফরের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে কাজ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের এই বারের সফরে।

আগামী জুনের মাঝামাঝি শেখ হাসিনা ভারত সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকায় তিনি পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে আলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা সফরকালে জয়শঙ্কর সে বিষয়ের ওপর বিশেষ জোর দেবেন জানিয়ে এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, আগামী জুলাই মাসে এটি হতে পারে।

Print Friendly and PDF