চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইতিতে চলাচলের রাস্তায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ

হাইতিতে চলাচলের রাস্তায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

ক্যারিবীয় দেশ হাইতির ব্যস্ততম রাস্তায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্স এলাকায় বিমানটি আঁছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিমানটির পাইলটও রয়েছেন। খবর রয়টার্সের।

হাইতির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, হাইতির শহর জ্যাকমেলের উদ্দেশে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ৪৪ মিনিটে রাজধানী পোর্ট-অব-প্রিন্সের বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। পরে মাঝআকাশে বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং বিকেল ৪টার ৪ মিনিটে এটি বিপদ সতর্কতা পাঠালেও একপর্যায়ে বিধ্বস্ত হয়।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন।

Print Friendly and PDF