চট্টগ্রাম, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের ধর্ম বিশ্বাসের প্রতি সম্মান দেখান, সুইডেনকে কড়া ভাষায় চীন

প্রকাশ: ২১ এপ্রিল, ২০২২ ১২:০৪ : অপরাহ্ণ

মুসলিম ধর্ম বিশ্বাসের প্রতি সম্মান দেখান, সুইডেনকে কড়া ভাষায় চীন

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের কপি পোড়ানোর সাম্প্রতিক একটি ঘটনার পর বুধবার (২০ এপ্রিল) সুইডেনের কড়া সমালোচনা করেছে চীন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মুসলিম বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার সূত্রপাতের ঘটনাকে উল্লেখ করে বলেছেন, বাকস্বাধীনতা জাতিগত বা সাংস্কৃতিক বৈষম্যকে উস্কে দেয়ার এবং সমাজকে বিচ্ছিন্ন করার কারণ হতে পারে না।

ওয়াংয়ের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, আমরা আশা করি সুইডেন মুসলিমসহ সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসকে আন্তরিকভাবে সম্মান করবে।

গত সপ্তাহে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় লিংকোপিং শহরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের কুরআনের একটি কপি পোড়ানয় ডানপন্থী স্ট্রাম কুরস (হার্ড লাইন) দলের নেতা রাসমুস পালুদান। ভবিষ্যতে সমাবেশে কুরআনের কপি পোড়ানোরও হুমকি দেন তিনি।

এ ঘটনার পর তুরস্ক, সৌদি আরব, মালয়েশিয়া, ইরাকসহ বিশ্বের বিভিন্ন দেশ সুইডেনের কড়া সমালোচনা করে। তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

Print Friendly and PDF