প্রকাশ: ২১ এপ্রিল, ২০২২ ১১:৫৯ : পূর্বাহ্ণ
পরকীয়া প্রেমে ধরা পড়ায় এক নারী মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন। তাকে মর্মান্তিকভাবে মারার পাশাপাশি কেটে নেয়া হয়েছে চুলও। আর সেই ঘটনার একটি ছবি ভাইরাল হয়েছে।
পশ্চিমবঙ্গের বামুনগাছি এলাকায় ঘটনাটি নিয়ে রীতিমতো তোলপাড়। ঘটনাটি দত্তপুকুর থানার বামুনগাছি রেল কোয়ার্টার এলাকার।
স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, রেল কোয়ার্টার এলাকার এক যুবকের সঙ্গে মরহাটি শংকরগাছি এলাকার ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। মূলত ওই যুবকের পরিবারের লোকেরাই আজ ওই যুবক ও নারীকে হাতেনাতে ধরে ফেলে। সেখান থেকে ওই নারী ও যুবককে নিয়ে আসা হয় বামুনগাছি রেল কোয়ার্টার এলাকায়। বেশ কয়েকজন নারী দুজনকে মারধর করে। এছাড়া ওই নারীর চুলও কেটে দেয়া হয়।
ওই নারীর ওপর প্রায় আড়াই ঘণ্টা অত্যাচার চালান স্থানীয় বেশ কয়েকজন মহিলা। এসব দেখে স্থানীয় এক যুবক দত্তপুকুর থানায় ফোন করে পুলিশ পুরো ঘটনা জানায়। পুলিশ এসে ওই যুবক ও নারীকে উদ্ধার করে নিয়ে যায়। অত্যাচারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
জানা গেছে, যে যুবক পুলিশকে খবর দিয়েছিল, তার বাড়িতেও চড়াও হয় অভিযুক্তরা।
স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বটুক দত্ত বলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত সবার উপযুক্ত শাস্তি হবে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানা পুলিশ।
সূত্র: জি নিউজ