চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পটকা বানানোর সময় বজ্রপাত, বিস্ফোরণে ২ নারীর মৃত্যু

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২২ ৩:৫৯ : অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে ঘরে পটকা বানানোর সময় বজ্রপাতের কারণে বিস্ফোরণ ঘটে দুই নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় ঘরে থাকা ক্যামিকেল বিস্ফোরণেই এ হতাহতের ঘটনা ঘটে।

বুধবার (২০ এপ্রিল) ভোর ছয়টার দিকে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, একটি ঘরে দুই নারী পটকা বানানোর কাজ করছিল। এ সময় বজ্রপাত ঘটলে ঘরে থাকা ক্যামিকেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘরটির টিনের চাল উড়ে যায় এবং দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

Print Friendly and PDF