চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউমার্কেটে সংঘর্ষ: পুলিশের টিয়ারশেল ছোড়ার তদন্ত চান শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২২ ১০:৩৭ : পূর্বাহ্ণ

EduCation Minister

পুলিশের টিয়ারশেল মারার ঘটনা তদন্ত করা হবে এবং এই সহিংসতার ঘটনায় কেউ ইন্ধন দিচ্ছে কিনা সে ব্যাপারেও খতিয়ে দেখা  হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় আন্দোলনরত সকল শিক্ষার্থীদের শান্তি বজায় রাখার আহ্বান জানান মন্ত্রী। এছাড়াও নিউমার্কেটের ব্যবসায়ীদের মারমুখো অবস্থান থেকে কাজে ফেরার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষে জড়ান শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। সংঘর্ষে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হয়েছেন।

Print Friendly and PDF