চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৪ বছরের সাজা এড়াতে ১২ বছর আত্মগোপনে বাবা-ছেলে!

প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২২ ১০:৪৫ : পূর্বাহ্ণ

৪ বছরের সাজা এড়াতে ১২ বছর আত্মগোপনে বাবা-ছেলে!

বাবা ও ছেলের নামে রয়েছে ১২টি মামলা। এরমধ্যে সাজা হয়েছে ১০ মামলায় বাবার ৪ বছর, আর ছেলের ৩ বছর এক মাস। কিন্ত এই সাজা থেকে বাঁচতে ১২ বছর আত্মগোপনে ছিলেন বাবা-ছেলে! অবশেষে তাদের গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা থানা পুলিশ। রোববার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন- চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের বাবা রুহুল আমিন (৬৭) ও ছেলে সামশুজ্জামান ওরফে বাবলু (৩২)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। সবগুলো মামলাই চেক প্রতারণার। এসব মামলার ৪টিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট ৪ বছর কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা জরিমানা এবং ছেলের বিরুদ্ধে ৬টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট তিন বছর একমাস কারাদণ্ড ও ২৯ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধানমন্ডি এলাকা গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

Print Friendly and PDF