চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৫৯টি স্বর্ণের বারসহ ১ নারী আটক

প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২২ ৪:১৫ : অপরাহ্ণ

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম স্বর্ণসহ মার্কিন পাসপোর্টধারী প্রবাসী নারীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে মঙ্গলবার (১৯শে এপ্রিল) সকালে তাকে আটক ও স্বর্ণ জব্দ করা হয়।

আটক নারীর নাম মাহানাজ চৌধুরী। তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর জানান, গোপন সংবাদে জানতে পারি, এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে স্বর্ণের বড় একটি চালন আসছে। এ খবরে বিমানবন্দরে অভিযান পরিচালনা করা হয়। ইকে-৫৮২ ফ্লাইটটি সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে মাহানাজ নামের ওই নারীকে শনাক্ত করা হয়।

সানোয়ারুল কবীর আরও জানান, প্রথমে যাত্রী মাহানাজ চৌধুরী অস্বীকার করলেও তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ ঘটনায় মাহানাজ চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি এবং কাস্টম আইনে দুটি মামলা করা হবে বলে জানান তিনি।

Print Friendly and PDF