প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২২ ৪:৫১ : অপরাহ্ণ
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, আল-আকসা মসজিদ শুধু মুসলমানদের জন্য এবং এটিকে ভাগ করা যাবে না। ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় রেডিও প্যালেস্টাইন ভয়েজকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি অভিযোগ করে বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধানের চেষ্টা করছে নাফতালি বেনেতের নেতৃত্বাধীন ‘চরমপন্থী’ ইসরায়েলি সরকার। খবর মিডল ইস্ট মনিটরের।
শতায়েহ বলেন, আর এটি অর্জনের জন্য ইসরায়েলি সরকার বসতি সম্প্রসারণ করছে, অবরোধ আরোপ করছে এবং আল-আকসা মসজিদে হামলা চালাচ্ছে যাতে ইসলামিক পবিত্র স্থানের স্থানিক ও অস্থায়ী বিভাজন ঘটানো যায়।
ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করা পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অগ্রাধিকার বলেও মন্তব্য করেন তিনি। ১৭ এপ্রিল ফিলিস্তিনি বন্দী দিবস উদযাপন করে শাতায়েহ জোর দিয়ে বলেন, পিএ ‘কোনো নারী বা পুরুষ কারাবন্দীকে’ ফেরাতে হাল ছাড়তে না।
এসময় তিনি সেই সব ফিলিস্তিনি বন্দীদের প্রশংসা করেন, যারা ইসরায়েলি জেলের কঠিন পরিস্থিতিতে হার মানেননি।