প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২২ ১১:০৫ : পূর্বাহ্ণ
পাবনার সাঁথিয়ায় ঈদের জামা কিনে না দেয়ায় পিতার উপর অভিমান করে রাকিবুল শেখ (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌরসভাধীন ছেচানিয়া মধ্যপাড়া এলাকার মানিক হোসেনের ছেলে ও ছেচানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। মানিক হোসেন পেশায় একজন বরফ বিক্রেতা।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনা ঘটলেও রোববার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
রাকিবুলের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সজিবুল জানান, সকাল ১১টার দিকে রাকিবুল ঈদের জামাকাপড় কিনে দেয়ার জন্য তার পরিবারের নিকট বায়না ধরে। কিন্তু বরফ বিক্রেতা গরীব বাবা ছেলের আবদার রক্ষা করতে পারেননি। এতে রাকিবুল অভিমান করে সবার অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় ইউডি মামলা দায়ে হয়েছে।