প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৮ এপ্রিল) ইসির চতুর্থ দফা সংলাপ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ হবে।
এতে অংশ নেবেন ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সংলাপে ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
দায়িত্ব নেয়ার পর প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সংলাপের আয়োজন করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দু’দফায় সংলাপ করেছে ইসি।
এরপর নারী নেত্রীদের সঙ্গে বসতে পারে নির্বাচন কমিশন (ইসি)। সবশেষে বসবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।