প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২২ ১১:২১ : পূর্বাহ্ণ
৪৩ বিলিয়ন ডলারে টুইটার না কিনে ইলন মাস্ককে পুরো শ্রীলঙ্কা কিনে নেয়ার পরামর্শ দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের।
সম্প্রতি ৪৩ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তবে তার প্রস্তাব গৃহীত হবে কিনা তা এখনও তিনি পুরোপুরি নিশ্চিত নন। প্রাথমিকভাবে দেয়া এ প্রস্তাব প্রত্যাখাত হলেও তার হাতে প্ল্যান বি আছে বলে জানিয়েছেন মাস্ক নিজেই।
এদিকে, মাস্ককে শ্রীলঙ্কার পুরো ভূখণ্ড কিনে নিতে পরামর্শ দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। তারা বলেছেন, কেনার ইচ্ছে যদি থাকেই তাহলে টুইটার রেখে শ্রীলঙ্কা কেনো। ইলন মাস্কের আসলে কী কেনা উচিত, তা নিয়ে শনিবার এ রকম শতশত পোস্ট ছিল টুইটারে।