চট্টগ্রাম, সোমবার, ২০ মে ২০২৪ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাগ ডে: বুলিং, নগ্নতা, অপসংস্কৃতি বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২২ ৩:০৮ : অপরাহ্ণ

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি কোনভাবেই মানা যায় না: হাইকোর্ট

র‌্যাগ ডের নামে বুলিং, নগ্নতা, অপসংস্কৃতি ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ এপ্রিল) বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট বলেন, যেভাবে র‌্যাগ ডে পালন হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। কিছু বিশৃঙ্খল শিক্ষার্থীরা অপসংস্কৃতির চর্চা করছে উল্লেখ করে বিব্রতবোধ করেন আদালত।

এ বিষয়ে শিক্ষা সচিব, তথ্যসচিব, সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গেলো ৭ এপ্রিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে ডিজে পার্টি, অশ্লীলতা ও বুলিং বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী কামরুল হাসান।

পরিপ্রেক্ষিতে এ রুল জারি করলেন আদালত।

 

Print Friendly and PDF