চট্টগ্রাম, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যারা মুজিবনগর দিবস পালন করেন না তার সত্যিকারের মুক্তিযোদ্ধা নন : কাদের

প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২২ ১০:৫৩ : পূর্বাহ্ণ

যারা মুজিবনগর দিবস পালন করেন না তার সত্যিকারের মুক্তিযোদ্ধা নন : কাদের

যারা মুজিবনগর কিংবা ছয়দফার মত দিবস পালন করেন না তারা সত্যিকারে মুক্তিযোদ্ধা না, ছদ্মবেশী বর্ণচোরা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঐতিহাসিক মুজিবনগর দিবসে রোববার (১৭ এপ্রিল) ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি  এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্কের কিছু নেই।
এসময় অসাম্প্রদায়িক চেতনাকে শক্তিশালী করে বিজয়কে আরও সুসংহত করার শপথ নেয়ার কথাও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Print Friendly and PDF