চট্টগ্রাম, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২২ ১০:৫৯ : পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও:  ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে একটি বিলের কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৬ এপ্রিল) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিন মালঞ্চা গ্রামের পতিলা বিল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানান, বিলের পাশদিয়ে হেটে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির পরে কঙ্কালটি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে কঙ্কালটি।
ঘটনার সত্যতা নিশ্চত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে খবর পেয়ে ঐ বিলের মাঝ খানে কচুরিপানার উপর পড়ে থাকা অজ্ঞাত নামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

Print Friendly and PDF