চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মঘটের রেশে এলোমেলো ট্রেনের শিডিউল, চরম দুর্ভোগে যাত্রীরা

প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২২ ১১:২৭ : পূর্বাহ্ণ

ধর্মঘটের রেশে এলোমেলো ট্রেনের শিডিউল, চরম দুর্ভোগে যাত্রীরা

দুর্ভোগের অপর নাম বাংলাদেশ রেলওয়ে। সারাবছর সংস্থাটিকে ঘিরে অভিযোগের অন্ত থাকে না যাত্রীদের। রানিং স্টাফদের কর্মবিরতি ও ধর্মঘটে এবার শিডিউল বিপর্যয়ের মারপ্যাচে সাধারণ মানুষ। ফলে দেশব্যাপী চরম দুর্ভোগে যাত্রীরা। ছয় থেকে সাত ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্খিত ট্রেনের দেখা। পরিবার নিয়ে ট্রেনের জন্য কমলাপুর রেলস্টেশনে নিদ্রাহীন রাত কাটিয়েছেন হাজারো মানুষ।

পরিবারের সঙ্গে পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি কাটাতে যাবেন গ্রামের বাড়ি। তাই কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। কিন্তু, ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে ছুটির আনন্দ অনেকটাই ম্লান। গত বুধবার দুপুরে রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলেও, তার স্পষ্ট প্রভাব দেখা গেছে গভীর রাতেও।

দিনভর রোজা রেখে ট্রেনের জন্য এই দীর্ঘ অপেক্ষায় হাপিয়ে উঠেন যাত্রীরা। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। কেউ কেউ ঘুমিয়ে পড়েন প্লাটফরমেই। আর স্বপরিবারে আসা মানুষজন পড়েছেন আরো বিপাকে।

অনেকের অভিযোগ, ট্রেনের সঠিক সময় জানতে তথ্যকেন্দ্রে গিয়েও মিলছে না উত্তর। এমনকি সময়সূচি পরিবর্তন নিয়ে কোনো এসএমএস বা ঘোষণা দেয়নি রেল কর্তৃপক্ষ।

রাতভর যাত্রীদের এমন ভোগান্তির সমস্যার সমাধান জানতে, স্টেশন ম্যানেজার ও মাষ্টারের কাছ থেকেও মেলেনি কোনো জবাব।

Print Friendly and PDF