প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২২ ১১:১২ : পূর্বাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে ঘুমের মধ্যে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটলি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটলি এলাকার সুলেমানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম (৩৫) ছেলে মো. হোসেন (০১) মেয়ে মাহিমা আক্তার (০৪)।
পুলিশ জানায়, হারুন মিয়া নেত্রকোণা এলাকার বাসিন্দা। জগন্নাথপুর উপজেলায় পাটলি সুলেমানপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতেন। বৃহস্পতিবার হারুন মিয়ার স্ত্রী মৌসুমি বেগম তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরে পাশে থাকা গাছটি ঘরের উপর পড়ে গেলে ৩ জনেরই মৃত্যু হয়। তাদের বাবা হারুন মিয়া পাশের রুমে ঘুমে ছিলেন। পরে তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভোরে ঝড়ে গাছ ভেঙে ঘরে পড়ায় চাপা পড়ে একি পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় আছে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।