চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরিজীবীদের সপ্তাহে ২ দিন ছুটি বাতিল করলেন শাহবাজ শরীফ

প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২২ ১০:৫২ : পূর্বাহ্ণ

সরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহে পূর্ব নির্ধারিত ২ দিন ছুটি বিলুপ্ত ঘোষণা করলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইতোমধ্যে এ নিয়ে আদেশ জারি করেছেন তিনি। ফলে এখন থেকে সপ্তাহে সব সরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে ৬ দিন।

একইসঙ্গে অফিস-আদালতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। তা অনুযায়ী, এখন সরকারি প্রতিটি কার্যালয় খোলা থাকবে সকাল ৮টা থেকে।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার (১১ এপ্রিল) পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে (এনএ) ভোটাভুটিতে ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ। ভোটাভুটির আগে সংসদ থেকে ওয়াকআউট করেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ। এরপর থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি।

শাহবাজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই। তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ৭০ বছর বয়সী এই রাজনীতিক।

১৯৯৭ সালে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শাহবাজের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানে কারারুদ্ধ হন তিনি। পরের বছরেই সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয় তাকে।

দীর্ঘদিন নির্বাসনে থাকার পর ২০০৭ সালে নিজ দেশে ফিরে আসেন শাহবাজ। এরপর ২০০৮ সালে নির্বাচনে জিতে আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন তিনি। তৃতীয় মেয়াদে শাহবাজ প্রদেশটির মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ২০১৩ সালে।

Print Friendly and PDF