চট্টগ্রাম, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রিত্ব পেয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেন শাহবাজ শরিফ

প্রকাশ: ১২ এপ্রিল, ২০২২ ১১:২২ : পূর্বাহ্ণ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই প্রথম বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরিফ। 

সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে রাখা প্রথম ভাষণে সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করার ঘোষণা দেন তিনি।

তিনি আরও ঘোষণা করেন, প্রতি মাসে ১ লাখ রুপির কম আয়কারী ব্যক্তিদের বেতন ১০ শতাংশ বৃদ্ধি করা হবে। ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের বেসামরিক এবং সামরিক পেনশন ১০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা দেন তিনি।

এর আগে ইমরান খানের দল পিটিআই পার্লামেন্টে থেকে ওয়াক আউট করার পর ১৭৪ সদস্যের ভোটে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত হওয়ার পর ভাষণে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানকে উন্নতি করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

পাকিস্তানের এই নতুন প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের আগের সরকারের প্রভাব ধুয়ে ফেলতে হবে। নাহলে আমরা ব্যর্থ হবো।

এ সময় তিনি পাকিস্তানকে একটি ‘বিনিয়োগ স্বর্গ’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্তি করেন।

Print Friendly and PDF