প্রকাশ: ১২ এপ্রিল, ২০২২ ৩:২২ : অপরাহ্ণ
আজিম রফিকের বর্ণবাদী হেনস্থার অভিযোগে ইয়র্কশায়ারের ১২ কর্মকর্তাকে তলব করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই সাথে জবাবদিহি চাওয়া হয়েছে আজিমের সাবেক সতীর্থ গ্যারি ব্যালেন্স, ম্যাথু হোগার্ড, এন্ড্রু গল ও টিম ব্রেসনেনের কাছেও। বর্ণবাদী বৈষম্য ইংলিশ ক্রিকেট বোর্ডের কোড অব কন্ডাক্টের পরিপন্থী হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
গত বছরের নভেম্বরে আজিম রফিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার। রিপোর্টে ক্লাবে থাকাকালীন বর্ণবৈষম্যের শিকার হয়েছেন বলে জানান আজিম রফিক। সেই সময় উঠে তার সাবেক সতীর্থ গ্যারি ব্যালেন্স, ম্যাথু হোগার্ড, এন্ড্রু গল ও টিম ব্রেসনেনের নাম।
তদন্ত রিপোর্টে অভিযোগের সত্যতা পায় ইসিবি। যা ইংল্যান্ডের ক্রিকেট আইনে সম্পূর্ণ অসম্মানজনক একটি বিষয়। এই ঘটনায় রফিক আজিমের কাছে ক্ষমা চেয়েছেন গ্যারি ব্যালেন্স। সেই সাথে ম্যাথু হোগার্ডও বুঝতে পেরেছেন নিজের ভুল।
শারীরিক গঠন নিয়ে মন্তব্য করায় আগেই রফিকের কাছে ক্ষমা চেয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার টিম ব্রেসনেন। তবে নিজে কখনোই বার্ণবাদী নন বলে দাবি করেছেন তিনি।