চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণ

প্রকাশ: ১১ এপ্রিল, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

রোহিঙ্গা কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের আশ্রয়ণ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার বিকেলে গ্রেপ্তার মনির উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আশ্রয়ণ কেন্দ্রের ৭৭ নম্বর ক্লাস্টারের বাসিন্দা জমির উদ্দিনের ছেলে মনির উদ্দিন (৩০)।মো. ইমদাদুল হক বলেন, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মনির উদ্দিন ভুক্তভোগী কিশোরীকে টয়লেটে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে পালিয়ে যান তিনি। পরে এ ঘটনায় ৭ এপ্রিল ভুক্তোভোগীর পরিবার ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষার সম্পন্ন হয়েছে।

Print Friendly and PDF