প্রকাশ: ১০ এপ্রিল, ২০২২ ১২:৪২ : অপরাহ্ণ
ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর টানা ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি সেখানে। পরিবর্তে বায়তুল মোকাররম মসজিদেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে আসন্ন ঈদ উল ফিতরের জামাত সেখানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ইতিমধ্যে অতিবাহিত হলো রমজানের ৭ম দিন, এখনো ঈদেরও বেশ বাকী। কিন্তু জাতীয় ঈদগাহ মাঠ সাজিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে বাঁশের স্তূপ, খোঁড়াখুঁড়ি ও বাঁশের খুটি বসানোর কাজ চলছে। এসব কাজে ৫০ জনের মতো শ্রমিক নিয়োগ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ১০ রমজানের পর এর সঙ্গে আরো কিছু শ্রমিক যোগ দেবে বলে জানা গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাজ থেকে জাতীয় ঈদগাহের প্যান্ডেল নির্মাণের কাজ ঠিকাদারী কাজ পেয়েছেন মো. মোজাম্মেল হক। তিনি জানান, তাদের কাজ শুধু প্যান্ডেল নির্মাণ করা। ২৩-২৪ রোজার মধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ শেষ করার ইচ্ছা রয়েছে তাদের। তিনি আরো জানান, এখন পর্যন্ত ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। ১০ রোজার পর কাজে আরো গতি আসবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, ঈদের অন্তত একদিন আগে মাঠ তৈরির সব ধরনের কাজ শেষ হবে।