চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পুলিশসহ সব বাহিনীকে জনগণের আস্থা অর্জনে কাজ করতে হবে’

প্রকাশ: ১০ এপ্রিল, ২০২২ ৪:০২ : অপরাহ্ণ

পুলিশসহ সব বাহিনীকে জনগণের আস্থা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নাগরিকের অধিকার নিশ্চিত করবে জনবান্ধব পুলিশ।

আজ রোববার দেশের সকল থানায় নারী, শিশু, বৃদ্ধ এবং প্রতিবন্ধিদের জন্য আলাদা ডেস্ক স্থাপনের কাজ উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলাদা ডেস্ক স্থাপনের মধ্য দিয়ে বাড়লো নারীদের ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ।

নারী, শিশু, প্রতিবন্ধী এবং বয়স্কদের ওয়ান স্টপ সেবা দিতে মুজিব বর্ষে দেশের সকল থানায় সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগ নেয় পুলিশ। মুজিব বর্ষের শুরুতে পরীক্ষামুলকভাবে চালু করা এ সার্ভিস থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজার মানুষ সেবা পেয়েছেন। একই উপলক্ষ্যে দেশ জুড়ে ৪ শ গৃহহীন মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দিয়েছে সংস্থাটি।

পুলিশের এই দুই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, সার্ভিস ডেস্ক স্থাপনের মাধ্যমে পুলিশ জনগণের বাহিনী হিসেবে নিজেদের প্রমাণ করলো।

সরকার প্রধান বলেন, পুলিশের আধুনিকায়ন হয়েছে, যুগপোগোগী বাহিনী হিসেবে একে গড়ে তুলছে সরকার। বাহিনীর সেবা জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

পুলিশের উন্নয়নে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে পাঠিয়ে বাহিনীর সদস্যদের আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার।

Print Friendly and PDF