চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গত দুই মাসে চালের দাম এক টাকাও বাড়েনি: কৃষিমন্ত্রী

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ২:৪৮ : অপরাহ্ণ


কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দাবি করেছেন, গত দুই মাসে চালের দাম এক টাকাও বাড়েনি। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতিকে তুলনা করা উদ্দেশ্যপ্রণোদিত। এটা ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান। পদ্মা সেতু ও মেট্রোরেলের বিরুদ্ধে অপপ্রচার করে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পরাজিত হয় তাহলে সার্বভৌমত্ব পরাভূত হবে। ষড়যন্ত্র চলছে, সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

Print Friendly and PDF