চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জুম্মার নামাজে ইসরায়েলি সেনাদের বাধা, আল-আকসায় মুসল্লিদের ঢল

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ৩:২৪ : অপরাহ্ণ


মুসলামানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) নগরীর আল-আকসা মসজিদে গতকাল (শুক্রবার) জুম্মার নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ফিলিস্তিন আল-ইয়ায়োমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরাইলি সেনাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে এদিন অন্তত ৮০ হাজার ফিলিস্তিনি জুমার নামাজ আদায় করেছেন।

ইরনার খবরে বলা হয়েছে, সেনারা মুসলমানদের প্রথম ক্বেবলায় ৪০ বছরের কম বয়সি ফিলিস্তিনিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। শুধু ৪০ থেকে ৫০ বছর বয়সি যেসব ফিলিস্তিনির ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া অনুমতিপত্র রয়েছে তারাই মসজিদুল আকসায় নামাজ আদায় করতে পারেন।

ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ করতে না পারে সেজন্য প্রায় তিন হাজার সেনা মোতায়েন করে ইসরাইল।

নগরীর পুরনো অংশে অবস্থিত আল-আকসা মসজিদ অভিমুখী সড়কগুলো অনেক দূর থেকে বন্ধ করে দেওয়া হয় যাতে ফিলিস্তিনিরা গাড়িতে করে মসজিদে যেতে না পারে। এছাড়া, বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে বসবাসরত ফিলিস্তিনি ছাড়া অন্য এলাকার ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে যাওয়ার সুযোগ পাননি।

Print Friendly and PDF