চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরের দেওয়াল থেকে দূর হবে টিকটিকি, জেনে নিন ৩ কৌশল

প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ২:০৬ : অপরাহ্ণ


টিকটিকি কারও ক্ষতি করে না। এটা উল্টো পোকামাকড় খেয়ে বাড়ি সাফই রাখে। তবে টিকটিকি থাকলে অনেকেরই সেটা পছন্দ হয় না। কিন্তু তাড়ানোর উপায় নেই। বাড়ি যতই পরিচ্ছন্ন রাখুন না কেন, টিকটিকি দূরে রাখা সহজ নয়। রইল টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ কৌশল।

১. টিকটিকি পেঁয়াজ, রসুনের উগ্র গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই সম্ভব হলে ঘরের বিভিন্ন কোনে পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া ছড়িয়ে রেখে দিতে পারেন। দেখবেন পালিয়ে যাবে টিকটিকি।

টিকটিকি কারও ক্ষতি করে না। এটা উল্টো পোকামাকড় খেয়ে বাড়ি সাফই রাখে। তবে টিকটিকি থাকলে অনেকেরই সেটা পছন্দ হয় না। কিন্তু তাড়ানোর উপায় নেই। বাড়ি যতই পরিচ্ছন্ন রাখুন না কেন, টিকটিকি দূরে রাখা সহজ নয়। রইল টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ কৌশল।

১. টিকটিকি পেঁয়াজ, রসুনের উগ্র গন্ধ একেবারেই পছন্দ করে না। তাই সম্ভব হলে ঘরের বিভিন্ন কোনে পেঁয়াজের টুকরো, রসুনের কোয়া ছড়িয়ে রেখে দিতে পারেন। দেখবেন পালিয়ে যাবে টিকটিকি।

২. ন্যাপথলিনও টিকটিকি তাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। ন্যাপথলিনের উগ্র গন্ধ পছন্দ করে না টিকটিকি। ন্যাপথলিন গুঁড়ো ঘরের নানা প্রান্তে ছড়িয়ে দিয়ে রাখতে পারেন।

৩. যে সব জায়গায় টিকটিকি ঘুরে বেড়ায় সেখানে বোতলে পানি ভরে তাতে গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো গুলে নিয়ে সেখানে স্প্রে করতে পারেন। টিকটিকি পালিয়ে যাবে। সূত্র: আনন্দবাজার।

Print Friendly and PDF