চট্টগ্রাম, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা, বাদী গ্রেপ্তার

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২২ ৩:৪৬ : অপরাহ্ণ


সিরাজগঞ্জ পৌর শহরের জানপুর মহল্লার যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করায় আদালতের আদেশে বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পৌর শহরের শাহাদত হোসেনের স্ত্রী।

সদর থানা পুলিশ রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকায় বাদীর আত্মীয় বাড়ি থেকে বুধবার ভোররাতে তাকে আটক করে। আজ বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা করেছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর নাইস খাতুন বাদী হয়ে সদর থানায় জানপুর মহল্লার ছাকমান হোসেনের ছেলে পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ সেখ (২৫) বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় বাদী উল্লেখ করেন, আকাশ সেখ গত ২০ সেপ্টেম্বর বিকাল ৫টায় নাইস খাতুনের শয়ন ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। মামলাটি সদর থানার উপ-পরিদর্শক আলিম হোসাইন তদন্ত শেষে গত ১৬ নভেম্বর আদালতের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়।

এ অবস্থায় আকাশকে হয়রানি ও সম্মানহানি করায় বাদীর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩)এর ১৭ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আলিম হোসাইন আদালতে আবেদন করলে আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এসআই আলিম হোসাইন বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন জানান, মিথ্যা মামলা প্রমাণিত এবং তার বিরুদ্ধে মামলা হবার পর থেকেই বাদী নাইস খাতুন পলাতক ছিল। রাতে রায়গঞ্জ থানার নিমগাছী এলাকায় অভিযান চালিয়ে নাইস খাতুনকে আটক করা হয়। বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly and PDF