চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

খরা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে রফতানি খাত

প্রকাশ: ৭ এপ্রিল, ২০২২ ১:২৭ : অপরাহ্ণ


খরা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানি খাত। গত বছরের আগস্ট থেকে খরা কাটিয়ে উঠতে শুরু করে রফতানি খাত। এরপর প্রতি মাসেই বাড়ছে রফতানি আয়। গেল মাসেই রফতানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ৫৫ শতাংশ বেশি হয়েছে। উদ্যোক্তারা আশা করছেন, এই ধারা অব্যাহত থাকবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৯ মাসে রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৮৬১ কোটি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ শতাংশ বেশি। এ সময়ে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ২৬০ কোটি ডলার।

তৈরি পোশাক রফতানি বেড়েছে ৩৪ শতাংশ; আয় হয়েছে তিন হাজার ১৪৩ কোটি ডলার। বেড়েছে কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ ও হোমটেক্সটাইল খাতে আয়। তবে পাট ও পাটপণ্য, হিমায়িত মাছে আয় কমেছে।

Print Friendly and PDF