চট্টগ্রাম, শুক্রবার, ১৭ মে ২০২৪ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টিপ প‌রে মা‌র্কিন দূতাবাসের নারীদের সংহ‌তি

প্রকাশ: ৬ এপ্রিল, ২০২২ ১১:১৯ : পূর্বাহ্ণ


টিপ পরায় এক কলেজ শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় কপা‌লে টিপ প‌রে সংহ‌তি প্রকাশ ক‌রে‌ছেন ঢাকার মা‌র্কিন দূতাবা‌সের নারী কর্মকর্তারা।

মঙ্গলবার (৫ এপ্রিল) মা‌র্কিন দূতাবা‌সের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে কপা‌লে টিপ পরা এক‌টি ছ‌বি পোস্ট ক‌রে সংহ‌তি জানান নারী কর্মকর্তা‌রা।

পো‌স্টে মা‌র্কিন দূতাবাস লি‌খে‌ছে, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সব বাংলাদেশির সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য।

এর আগে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তাকারী অভিযুক্ত কনস্টেবলকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছিলেন, পুলিশের তদন্ত নিয়ে যাতে শতভাগ বিশ্বাসযোগ্যতা থাকে এবং গাফিলতির কোনো অভিযোগ না ওঠে সেজন্য ওই অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার সঠিক তদন্তে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে।

Print Friendly and PDF