প্রকাশ: ৬ এপ্রিল, ২০২২ ১:৩৩ : অপরাহ্ণ
বিয়ের আগে স্ত্রী ধূমপান করতেন, এটা জানার পর তাকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। গালফ নিউজ জানিয়েছে, ওই নারীর স্বামী সৌদি নাগরিক।
ওই ব্যক্তি গত সপ্তাহে তার আইনজীবীকে জানান, তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান। তার ভয়, স্ত্রী আবারও ধূমপান শুরু করতে পারে।
তিনি জানান, স্ত্রী যে আবারও ধূমপান করা শুরু করবেন না তার ‘কোনো গ্যারান্টি’ নেই। স্ত্রীর এমন অভ্যাসের কারণে ‘তার সামাজিক অবস্থান’ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বামী।
ওই ব্যক্তির আইনজীবী গণমাধ্যমকে জানান, তার স্ত্রী জানান বিয়ের আগে তিনি ধূমপান করতেন। ওই ব্যক্তি জানান, যেসব নারী ধূমপান করেন, তাদের পছন্দ করেন না তিনি। এজন্য ডিভোর্সের আবেদন করেছেন তিনি।
জানা গেছে, আদালতও ওই ব্যক্তির পক্ষে রায় দিয়েছেন। এছাড়া বিয়ের সময় স্বামীর কাছ থেকে যে যৌতুক পেয়েছেন স্ত্রী তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, ওই যৌতুকের পরিমাণ ১ লাখ ৮০ হাজার রিয়াল বা প্রায় ৪১ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।