চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ি ঢলে কান্না থামছে না হাওরবাসীর

প্রকাশ: ৫ এপ্রিল, ২০২২ ১১:৩০ : পূর্বাহ্ণ


সুনামগঞ্জে চারদিন ধরে তলিয়ে আছে হাওরের ফসল। তার ওপর পাহাড়ি ঢলে গতকাল সোমবার (৪ এপ্রিল) থেকে আরও বাড়তে শুরু করেছে নদীর পানি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, আগামী দুই-তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আরও বেশ কয়েকটি হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন বাঁধে দেখা দিয়েছে ফাটল। পানি ঠেকাতে রাতভর কাজ করছেন কৃষকসহ গ্রামবাসীরা। প্রত্যেক বাঁধে আগামী ২৪ ঘণ্টা সর্বোচ্চ নজরদারির আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।

শাল্লা উপজেলার দাড়াইন নদীর পানি বেড়ে যাওয়ায়, পাঁচশ একর বোরো ফসল তলিয়ে রয়েছে।

অন্যদিকে, বিপৎসীমার উপর দিয়ে বইছে নেত্রকোণার ধনু নদের পানি। তলিয়ে যাচ্ছে হাওরের নিম্নাঞ্চল।

Print Friendly and PDF