চট্টগ্রাম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

স্নাপচ্যাটে ভিডিও শেয়ারিং সুবিধা যুক্ত করল ইউটিউব

প্রকাশ: ৪ এপ্রিল, ২০২২ ৩:৪৫ : অপরাহ্ণ


ইউটিউব থেকে ভিডিও শেয়ার করার প্রক্রিয়া আর সহজ করল স্লাপচ্যাট। নতুন একটি ফিচার যুক্ত করায় আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘ইউআরএল’ কপি না করে সরাসরি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও শেয়ার করতে পারবেন স্ন্যাপচ্যাটে।

বৃহস্পতিবার স্ন্যাপচ্যাট নিজস্ব ব্লগে নতুন এ ফিচারের ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যবহারকারী পছন্দের ক্লিপ ও ভিডিও স্ন্যাপচ্যাটে শেয়ার করার সময় বন্ধ করতে হবে না ইউটিউব অ্যাপ।

সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা এই প্রথম ইউটিউব লিংক একটি ‘ভিজুয়াল অভিজ্ঞতা’সহ শেয়ার করতে পারবেন বলে দাবি করছে স্ন্যাপচ্যাট।

‘কাস্টম ইউটিউব স্টিকার’-এর পাশাপাশি ইউটিউ থেকে ভিডিও ক্লিপ শেয়ার করার সময় নিজে ভিডিও ধারণ করতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং ‘ক্রিয়েটিভ টুলস’ ফিচারটিও ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

স্ন্যাপচ্যাটে সরাসরি ইউটিউব ভিডিও শেয়ার করতে, প্রথমে ইউটিউব অ্যাপটি চালু করতে হবে। এরপর পছন্দের ভিডিওটি চালু করে নিচের শেয়ার বাটন চেপে স্ন্যাপচ্যাট অপশনটি নির্বাচন করতে হবে।

Print Friendly and PDF