প্রকাশ: ৩ এপ্রিল, ২০২২ ১১:৪৮ : পূর্বাহ্ণ
পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাবে ভোটগ্রহণ আজ রোববার (৩ এপ্রিল)। এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ আবারও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। তাকে সরাতে রাজনীতিবিদদের ছাগলের মতো কেনা হচ্ছে বলে ভাষণে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর ডনের।
যুবসমাজকে উদ্বুদ্ধ করার পাশাপাশি এ ভাষণে বিরোধীদের বিরুদ্ধে আবারও চক্রান্তের অভিযোগ করেন ইমরান খান। বলেন, পাকিস্তান এখন সঙ্কটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই যুদ্ধ দেশের ভবিষ্যতের যুদ্ধ। এখন আমাদের সামনে দু’টো রাস্তা রয়েছে। আমাদের স্থির করতে হবে, আমরা কি ধ্বংসের পথে যেতে চাই নাকি গর্বের পথে?
বরাবরের মতো এদিনও ভাষণে তিনি উল্লেখ করেন, বিদেশ থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যুবসমাজের উদ্দেশে ইমরান খান বলেন, এই পরিস্থিতিতে চুপ থাকলে তা খারাপদের সমর্থনেই কথা বলা হবে। আমি চাই আপনারা সরব হন এবং এই চক্রান্তের বিরুদ্ধে কথা বলুন। আমার জন্য বলতে হবে না, নিজের ভবিষ্যতের জন্য বলুন।